প্রথমে তুমি নিচের ফটোতে ক্লিক করে হ্যাকার ব্লাউজার টা ডাউনলোড করো ।

তো হ্যাকার ব্রাউজারটা ডাউনলোড হয়েছে ।
এবার নিচের দুটা ফাইলই ডাউনলোড করুন ।
FREE
Free 1
FREE তে ক্লিক করে যে ফাইলটা ডাউনলোড করলে । সেটা অন্য কোন চায়না ফোনে ব্লুটুথ দিয়ে পাঠাও । আবার তার ফোন থেকে তোমার ফোনে নাও । এবার কনফিগারেশন ম্যাসেজ আসবে ।
ওটা কে সেভ করো ।
এবার নিচের নিয়মে যাও ।
Menu --> setting --> configaration
এবার প্রথম ঘরে ক্লিক করে দেখবে নতুন একটা কনফিগারেশন এসেছে । ওটা একটিভ করো ।
রেড বাটন প্রেস করে কেটে দাও ।
আগে যে হ্যাকার ব্রাউজার ডাউনলোড করলে সেটা ওপেন করো ।
একটি হ্যানডেলার মেনু দেখতে পাবে ।
প্রথম ঘরে COUSTOM1
সিলেক্ট করতে হবে ।
এবার নিচে দেখো একটি ঘরে আছে Proxx, http etc
ওই ঘরে HTTP সিলেক্ট করতে হবে ।
এবার তার নিচের ঘরে লিখো ।
wap.gpgamestore.com:80
এবার ওকে করে দিন ।
ইনস্টল হবে । বেশি সময় নিলে ক্যানসেল করতে হবে । এবার ঠিকানা দাও আর ব্যাবহার করো ।
একটি কথা বলে আজ শেষ করবো ।
সাথে থেকো পাশে আছি ।
হ্যাপি হ্যাকিং ।
হ্যাকিং স্কুল ।
মোঃ সাগর হাসান